| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল রঘুনাথপুর সীমান্ত থেকে ৪০ কেজি গাঁজাসহ মালেক (৩২) নামে একজনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করে। মালেক বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের করিমের ছেলে।
বিজিবি জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত পথে মাদকের একটি চালান পাচার হবে। পরে বিজিবি সীমান্তে নিরাপত্তা জোরদার করে। এক পর্যায়ে ওই এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ মালেককে আটক করা হয়।
বিজিবির রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি