| বুধবার, ২৯ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নে করোনায় কর্মহীন দরিদ্র ৬৫০ পরিবারের মধ্যে ত্রান বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল। ভাঙ্গবাড়ী ধুকুরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বাড়ি বাড়ি গিয়ে উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল ও চেয়ারম্যানের সহধর্মিনী বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী সুমা বিশ্বাসের ব্যক্তিগত নগদ অর্থে কর্মহীন ও অসহায়ের সহায়তা করেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত করোনা মহামারীতে কর্মহীন নিম্ন আয়ের মানুষকে ত্রাণ দেন ও বিভিন্ন এলাকায় দুস্থ অসহায় মানুষের মাঝে দুই লক্ষাধিক নগদ টাকা সহায়তা করেন এবং সকলকে সরকারের বিধি বিধান মেনে চলার জন্য আহ্বান জানান।
এসময় ভাঙ্গবাড়ী ইউপি চেয়ারম্যান গাজী ফজলুল হক ভাষানী, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান শামীম, উপজেলা নির্বচন অফিসার আশরাফুল হক, ইউপি সদস্য হযরত আলী, মোফাজ্জল হোসেন, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরমান হোসেন ছাত্রলীগ নেতা রিয়াদ হোসেন,পাপ্পু সাহা,পৌর মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি ফজলে রাব্বিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ১:১৭ অপরাহ্ণ | বুধবার, ২৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি