| শনিবার, ১৬ মে ২০২০
এএসটি সাকিল (ভোলা) বোরহান উদ্দীন উপজেলা সংবাদদাতা : ভোলার বোরহান উদ্দিনে উদ্বোধন করা হয়েছে করোনা ভাইরাস নমূনা সংগ্রহের বুথ। শনিবার (১৬ মে)বেলা ১১.৩০ ঘটিয় বোরহাউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে, করোনা ভাইরাসের নমুনা সংগ্রহের বুথ উদ্বোধন করেন ভোলা২ আসনের সাংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এম পি।
এ সময় উপস্থিথ জনতার উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্ব আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে, সাথে আমাদের দেশ ও। তিনি আরো বলেন, বিশ্ব মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এই প্রাণঘাতী ভাইরাস থেকে উত্তোরনের জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। আমরা তার নির্দেশনায় আপনাদের পাশে আছি এবং থাকবো।
আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন।
এ সময় অন্যান্য দের মধ্যে উপস্থিথ ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনাব মোঃ বশির গাজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম এবং স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা বৃন্দ।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৬ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি