এসএম জামান, বোয়ালমারী (ফরিদপুর) | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পৌরসভার কামারগ্রামে অবস্থিত ‘শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউর নিত্য সেবা সংঘ’ মন্দিরে সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে চুরি সংঘটিত হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে মন্দিরের সেবায়িত সুজিত কুমার বিশ্বাস বাদি হয়ে বোয়ালমারী থানায় এজাহার দায়ের করেছেন।
থানায় দেয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই মন্দিরের সেবায়িত সুজিত রাত সাড়ে ১০টার পর মন্দিরের পাশে থাকা তার ঘরে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার ভোর ৫টার দিকে পূজা করতে মন্দিরে গিয়ে দেখেন চোরেরা মন্দিরের তিনটি তালা ভেঙে প্রায় ২০ কেজি ওজনের পিতলের রাধাগোবিন্দ ও গোপালের বিগ্রহ চুরি করে নিয়ে যায়। এ সময় মূর্তির শরীরে থাকা রৌপ্যালংকার ও মন্দিরের ক্যাশবাক্সে থাকা নগদ ৮হাজার টাকাও নিয়ে যায়।
উল্লেখ্য. ১০ নভেম্বর একই এলাকার দুই হিন্দু বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছিল। এরপর গত রাতে মন্দিরে চুরি সংঘটিত হওয়ায় এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।
এ ব্যাপারে বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন.সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মামলার প্রস্তুতি চলছে। মূর্তি উদ্ধারের চেষ্টা চলছে
Posted ১২:৪১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি