তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
পঞ্চগড় তেঁতুলিয়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন ও ক্যারাম বোর্ড টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় চৌরাস্তা বাজারে তেঁতুলিয়া ক্লাবের আয়োজনে মাসুদ করিম সিদ্দিকীর সভাপতিতে ¡ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু।
আবু সাইদার রহমানের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, উপজেলা বিএনপির আহবায়ক শাহাদত হোসেন রঞ্জু, জাতীয় পার্টির সভাপতি মোখলেসুর রহমান, মুক্তিযুদ্ধে যুদ্ধকালিন কমান্ডার আইয়ুব আলী প্রমুখ।
ইউনিটি ক্লাব তেঁতুলিয়া বনাম মৃধা একাদশ শালবাহান দিয়ে শুরু হয় ব্যাডমিন্টনের শুভ উদ্বোধনী ম্যাচ। খেলাটি পরিচালনা করেন তৌহিদ হাসান তুহিন ও ধারা ভাষ্যকারে দায়িত্ব পালন করেন মোদাচ্ছের আলম ম্যাডোনা। উদ্বোধনী ম্যাচে ইউনিটি ক্লাব তেঁতুলিয়া জয় লাভ করে। #
Posted ৩:৪৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি