| মঙ্গলবার, ০৫ মে ২০২০
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ নগরীর কালিবাড়ি গুদারাঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে সানি (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবির দল।
আজ মঙ্গলবার দুপুরে নগরীর কালিবাড়ি গুদারাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সানি (১৪)। সে একই এলাকার হিরা মিয়ার ছেলে বলে জানায় পুলিশ।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (৫ মে) বেলা ১২টার দিকে সানি বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসলের সময় নদীতে সাঁতার কাটতে গিয়ে হঠাৎ পানিতে তলিয়ে যায় সানি।
আজ হঠাৎ করেই সানি পানিতে তলিয়ে যায়। পরে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসে। এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দিলে ফায়ার সার্ভিসের ডুবরী দল প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে পানির নীচ থেকে মরদেহ উদ্ধার করে।
সানির ব্রহ্মপুত্র নদে নিখোঁজের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শতশত মানুষ নদীর পাড়ে ভীড় জমান।
উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু জর গ্রিফারী, ডুবরি ইদ্রীস আলী, ওয়াটার স্কোট তারা মিয়া, আনোয়ার হোসেন, ও ফখরুদ্দিন।
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি