| বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
তেঁতুলিয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে বয়স্ক ভাতার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার উপজেলার বুড়াবুড়ি ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর বিরুদ্ধে নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন কবিরুল হক। তিনি বুড়াবুড়ি ইউনিয়নের সরকারপাড়া গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ভজনপুর সোনালী ব্যাংক থেকে বয়স্ক ভাতার টাকা উঠিয়ে বের হওয়ার সময় ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু সন্ত্রাসী কায়দার তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেন। সে টাকা বারবার তার কাছে টাকা চাইতে গেলে বিভিন্ন সময় বেধে দিয়ে টালবাহানা করতে থাকেন। পরবর্তীতে তার কাছে ফের টাকা চাইতে গেলে অকট্ট ভাষায় গালিগালাজ করেন। পরে বাসায় গিয়ে কারো কাছে অভিযোগ করলে কার্ড বাতিল করে দেয়ারও হুমকি প্রদর্শন করে ওই ইউপি সদস্য।
এ ব্যাপারে ইউপি সদস্য রোকনুজ্জামান রুকুর সাথে কথা বললে, টাকা ছিনিয়ে নেয়ার কথা অস্বীকার করে অভিযোগকারীকে ব্যক্তি মানসিক ভারসাম্যহীন উল্লেখ করেন। এলাকার কিছু ব্যক্তির প্ররোচনায় তিনি অভিযোগটি করে আমাকে হেয় করা প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান।
বুধবার দুপুরে অভিযোগকারী কবিরুল হক মানসিক ভারসাম্য কীনা জানতে সরেজমিনে খোঁজ নিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, অভিযোগকারী মানসিক ভারসাম্যহীন নয়। ভুক্তভোগীর পরিবারও ইউপি সদস্য রোকনুজ্জামান রুকু তার কাছ থেকে ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ করেছেন।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মাসুদুল হকের সাথে কথা বললে, তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, প্রশাসনিক তদন্ত সাপেক্ষে এবং অভিযোগের সত্যতা মিললে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি