| মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
রবিউল ইসলাম রতন, তেঁতুলিয়াঃ
পেঁয়াজের পর এবার লবণের দাম বাড়ার গুঞ্জনে হটাৎ দোকানগুলোতে প্রচুর ভিড়। যেখানে মানুষ সাধারণভাবে লবণ কিনে এক কেজি থেকে দুই কেজি সেখানে মানুষ লবণ কিনছে ৫ কেজি থেকে ১০ কেজি করে৷
দোকানদারগুলো বলছে এটা শুধু গুজব লবণের কনো দাম বাড়ে নি, আমরা ক্রেতাদের বুঝাতে পারছি না, তারা আমাদের দোকান ঘিরে ধরেছে। তারা শুধু লবণ চাচ্ছে, একেক জন ৫ থেকে ১০ কেজি পর্যন্ত লবণ চাচ্ছে আমরা কি করবো। আশরাফুল ইসলাম নামে এক ক্রেতা ৫ কেজি লবণ কিনেছে, সে বলছে সবদিকে শোনা যাচ্ছে লবণের দাম নাকি বেড়ে গেছে, পিয়াজের মত যদি লবণেরও দাম বাড়ে তখন কি করবো। তাই কিনে রাখলাম।
তেঁতুলিয়া বাজারে বেশিরভাগ দোকানে গিয়ে দেখা যায় তাদের মজুদে সংরক্ষণ করে রাখা লবণ সব শেষ।
তেঁতুলিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, আমরা দোকানগুলোকে মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি প্রয়োজনের অধিক কাউকে লবণ না দেয়া জন্য। এটি শুধু মাত্র একটি গুজব।
উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বিভিন্ন বাজার পরিদর্শন করেন এবং দোকানগুলোকে সাময়িকভাবে লবণ বিক্রি বন্ধের জন্য নির্দেশনা দেন। যারা বেশি দামে লবণ বিক্রি করবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান।
Posted ১২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি