প্রতিনিধি,শিলিগুড়ি | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সোনালী ব্যাংক লিমিটেডের নবাগত ব্যবস্থাপক মোল্লা শামিম আকতারের সম্মানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে শিলিগুড়ির সন্নিকটে রাষ্ট্রীয় অতিথি নিবাস ‘পথের সাথী’তে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ী এক্সপোর্টার্স ইম্পোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ওই মতবিনিময় সভার আয়োজন করে।
অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ ভৌমিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্থানীয় পঞ্চায়েত আব্দুল খালেক, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জমির বাদশা, সিএন্ডএফ পংকজ, রপ্তানীকারক উজ্জ্বল সাহাসহ বিপুল সংখ্যক রপ্তানীকারক ও সিএন্ডএফ এজেন্টরা উপস্থিত ছিলেন।
আমদানী ও রপ্তানীকারক মেহেদী হাসান খান বাবলার বরাত দিয়ে আমাদের পঞ্চগড় প্রতিনিধি জানান, সভায় সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখাকে অথরাইজড ডিলার বা এডি ব্রাঞ্চে রূপান্তরিত করা, স্টাফ সংখ্যা বৃদ্ধি করা, এটিএম সুবিধা চালু করা, ব্যবসায়ীদের ঋণপত্রের বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ শাখাটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করারসহ বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা হয়। এছাড়া বক্তারা মতবিনিময় সভায় গ্রাহকের বিভিন্ন চাহিদা ও তাদের রপ্তানি বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। তারা আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে সোনালী ব্যাংক লিমিটেড শিলিগুড়ি শাখার অতীতের সার্বিক কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে ব্যবসা বৃদ্ধিতে আগামীতে ব্যাংকের সহযোগিতা কামনা করেন।
শিলিগুড়ি সোনালী ব্যাংক লিমিটেডের ফরেন ট্রেড অফিসার মেহেদী হাসান সরকারসহ আমদানী-রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্টরা বক্তব্য দেন।
Posted ১২:২৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ ডিসেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | মোবারক হোসাইন