| বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
এক বছর আগে চুরি হওয়া মেমোরী কার্ড ও নয় হাজার টাকার তথ্য চোরের দেওয়া স্বীকারোক্তী মোবাইলে রেকর্ডিং করার জেরে বন্ধু কর্তৃক এক মাদ্রাসা ছাত্রকে হত্যা করার অভিযোগ ওঠেছে।
ঘটনাটি গত বুধবার(৮এপ্রিল) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের পারকুন্ডা দিঘিয়া এলাকায় ঘটে।
জানা যায়, নিহত শামীমের কথিত বন্ধু হাসান(১৯) এক বছর আগে শামীমের বাবার টাকা চুরির ঘটনার স্বীকারোক্তি মোবাইলে রেকডিং করেছিলো শামীম। মৃত. শামীম ঢাকা তেঁতুল ঝড়া উসুফিয়া ভবানীয়া মাদ্রাসার ছাত্র ছিল।
আর সেই চুরিকৃত টাকা ফেরত না দিলে মেমোরী কার্ড ও টাকা চুরির রেকর্ডিং স্থানীয়দের মধ্যে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন শামসুল হকের ছেলে হত্যার স্বীকার শামীম(১৮)।
মান সম্মানের ভয়ে ঘটনার দিন চুরির টাকা ফেরৎ দেওয়ার কথা ছিল হাসানের। হাসান ও শামীমের বাড়ী পাশাপাশি হওয়ায় হাসান শামীমকে টাকা ফেরৎ দেওয়ার কথা বলে পার্শ্ববর্তী ভুট্রা ক্ষেতে ডেকে নিয়ে যায়। সেখানে বিরোধ বাধে নয় হাজার টাকার বদলে পাচ শত টাকায় চুরির সমাধান করে আর সেই টাকায় মানবে না হত্যার স্বীকার শামীম। কিন্তু চোর বন্ধু হাসান সেই টাকার বেশি দিতে পারবে না। ঘটনা ধামা চাপা দিতেই বাধ্য হয়ে শামীমকে শ্বাস রোধে হত্যা করে ভুট্রা ক্ষেতে ফেলে রাখে হাসান বলে অভিযোগ উঠেছে ।
সন্ধ্যায় শামীমের বাবা মো. শামসুল হক (৫০) এবং ছোট ভাই শামীমকে খুজতে বের হন, তাকে খুজে পাওয়া না গেলে হাসানকে জিজ্ঞাসাবাদ করেন যে শামীম কোথায়। হাসান জানায় আমি জানিনা। হাসানের চেহারা দেখে শামীমের বাবার সন্দেহ হয়, এবং তাৎক্ষনিকভাবে বাড়ীর পশ্চিম পার্শ্বে ভুট্রা ক্ষেতে খোজাখুজি শুরু করলে এক জায়গায় ক্ষেত ভাঙ্গা দেখা যায়। সেখানে গিয়ে দেখে মাটি আলগা, সঙ্গে সঙ্গে মাটি খুড়ে সরাইয়া দেখে শামীমের লাশ। লাশ দেখে শামীমের বাবা থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে হাসানকে গ্রেফতার করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সে নিজেই শামীমকে গলাটিপে হত্যা করে ভুট্রা ক্ষেতে লাশ পুঁতে রাখে।
ঘটনার তদন্তকারী রাণীশংকৈল থানার পরিদর্শক(তদন্ত) খায়রুল আনাম ডন ঘটনার সত্যতা স্বীকার করে সাংবাদিকদের বলেন, স্বীকারোক্তির পরে হাসানকে হত্যা মামলায় ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। লাশ উদ্বার করে পাঠানো হয়েছে ঠাকুরগাঁও মর্গে।
Posted ১০:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি