| মঙ্গলবার, ১৯ মে ২০২০
কুতুব উদ্দিন আইবেক, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম):
করোনা ভাইরাসজণিত কারনে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কর্মহীন, অসহায় ও দুস্থ মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ডাকবাংলায় জেলা পরিষদের বরাদ্দ থেকে ভূরুঙ্গামারী উপজেলার জেলা পরিষদের সদস্যবৃন্দের আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৬৫৩ কর্মহীন দুস্থ পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ শাহজাহান সিরাজ, সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল ওয়াদুদ, জাহাঙ্গীর আলম ও মাসুদা ডেইজি । ত্রাণ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ লিটার তেল ও ২টি সাবান ।
Posted ২:৫৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি