| বুধবার, ০৮ এপ্রিল ২০২০
সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে সামাজিক দূরত্ব ও ব্যক্তিগত সুরক্ষায় ঘর বন্ধি হয়ে পড়া শত শত শ্রমজিবী ছিন্নমূল দারিদ্র মানুষ।
এই সংকটময় সময়ে দারিদ্র ও বেকার হয়ে পড়ে শ্রমিকদের পাশে দাড়িয়েছে মেসার্স মামুন ইলেকট্রনিক্স (ওয়ালটন শো-রুম) এর মালিক ও সমাজসেবক আসাদুজ্জামান খোকন ।
আজ বুধবার ( ৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী, কচুবাড়ী, মুন্সিরহাট, বড়গাঁও ও তুরুকপথা এলাকার ১০০ শত দারিদ্র পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি ।
এসময় মেসার্স মামুন ইলেকট্রনিক ও (ওয়ালটন শো-রুম) এর মালিক ও সমাজসেবক আসাদুজ্জামান খোকন ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ৫ কেজি আলু, ৫০০ গ্রাম তেল এবং ১টি সাবানের প্যাকেট নিয়ে ১০০ শত অসহায় কর্মহীন পরিবারদের মাঝে প্যাকেট তুলে দেন ।
এই বিষয়ে বিশিষ্ট সমাজসেবকআসাদুজ্জামান খোকন জানান, ছিন্নমূল মানুষের অবস্থা খুবই সংকটময়। এই মুহুর্তে সরকারের পাশাপাশি. সমাজের বিত্তবানরা, বেসরকারি সংগঠন, ব্যাক্তিদের এগিয়ে আসা দরকার। সংকট কেটে না যাওয়া পর্যন্ত আমাদের এই ক্ষুদ্র সহযোগীতা অব্যাহত থাকবে। সরকারের নিয়ম মেনে গণজমায়েত না করে বাসায় অবস্থান করার অনুরোধ জানান তিনি।
Posted ৫:২৮ পূর্বাহ্ণ | বুধবার, ০৮ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি