পঞ্চগড় প্রতিনিধি : | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দুটি ভেন্টিলেটর পেল পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল।
সোমবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভেন্টিলেটর দুটি সিভিল সার্জন ডা. ফজলুর রহমানের হাতে তুলে দেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. ফজলুর রহমান ভেন্টিলেটর গ্রহণ করে বলেন, এই ভেন্টিলেটর দুটি বিশেষ করে কোন করোনা আক্রান্ত রোগীর জন্য চিকিৎসা সেবায় সহায়ক হবে।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি