| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ভোলা সংবাদদাতাঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান। বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার কাচিয়া কলনী এলাকায় সামাজিক দূরত্ব বজায় রেখে ২০০ জন শ্রমিককে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন । এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি চেয়ারম্যান ও জেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক বাবু গৌরঙ্গ চন্দ্র দে,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) জিয়াউর রহমান প্রমুখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান জানায়, করোনাভাইরাস প্রতিরোধে মানুষকে এখন ঘর থেকে বের না হওয়ার নির্দেশ দিয়েছে সরকার। এতে করে খেটে খাওয়া অনেক দুঃস্থ, অসহায়,দোকানদার, পত্রিকার হকার ও প্রতিবন্ধী মানুষেরা বেকার হয়ে পরেছে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশে প্রকৃত হতদরিদ্রদের খুঁজে বের করে তাদের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। যাতে করে কেউ খাদ্যে কষ্ট না করে। এসময় তিনি সরকার এর পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ করেন।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি