| বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
মেহেদী হোসেন
কতোটা চোখের জলের মূল্যে হৃদয়টা হবে সিক্ত,
জীবনটা বাজি রাখতে গিয়েই জীবন হয়েছে রিক্ত।
কতোটা আলোর শিখায় জীবন আলোকিত হতে পারে?
স্বার্থ পূরণ হলেই বন্ধু সহজে হাতটা নাড়ে।
কতো না আঘাত সইতে সইতে হৃদয় হয়েছে পাথর,
অশ্রু সহজে আর তো ঝরে না নিদ্রাবিহীন ভোর।
নিষ্ঠুরতা কতোটা সইলে জাতির লজ্জা হবে,
গ্লানি অপমান আর প্রতারণা শেষ হবে আর কবে?
আমি চিৎকার করে কাঁদি বারবার মানুষের দ্বারে দ্বারে,
ফিরিয়ে দিয়েছে জীবন আমাকে অপমান উপহারে।
হৃদয়ের ব্যথা হৃদয়েতে চেপে কেঁদেছি সঙ্গোপনে,
প্রদীপের শিখা জ্বালাতে চেয়েছি বারবার প্রাণপনে।
আজো কানে ভাসে সেদিনের সেই কিশোরী মেয়ের চিৎকার,
পারিনি বাঁচাতে সর্বদা তাই নিজেকেই দিই ধিক্কার।
পাশবিকতার অত্যাচারে চিৎকার হলো স্তব্ধ,
শেষ হয়ে গেল আশা নিরাশা চারিদিক নিঃশব্দ।
পারিনা সইতে দুঃসহ জ্বালা এখনো যে মনে পড়ে,
অবুঝ কিশোরী লালসা সইতে পারেনি অত্যাচারে।
অসহায় আমি শুনেছি সেদিন বিভৎসতার কান্না,
মনুষ্যত্ব ফিরে পেতে চাই, চাইনা তো চুনী, পান্না।
Posted ৬:১৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি