| শনিবার, ১৮ এপ্রিল ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কিডনি ডায়ালাইসিস ইউনিটে ডায়ালাইসিস করতে আসা দুই রোগীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় ইউনিটটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে এটি একমাত্র সরকারি ডায়ালাইসিস কেন্দ্র। ওয়ার্ডটিতে প্রতিদিন দুই ধাপে ১৪ জন করে ২৮ জন রোগীর ডায়ালাইসিস করা হতো।
শুক্রবার (১৭ এপ্রিল) ডায়ালাইসিস ইউনিটের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আশুতোষ সাহা রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, গত সোমবার (১৩ এপ্রিল) ডায়ালাইসিস করতে আসা দুই ব্যক্তির ডায়ালাইসিস করার পর জানা যায় তারা করোনা আক্রান্ত। ফলে ইউনিটের ১০ জন চিকিৎসক, ৯ জস সেবিকা ও ৪ জন ওয়ার্ড বয় মিলিয়ে মোট ২৩ জন আছেন।
বৃহস্পতিবার বিকালে মমেকের পিসিআর ল্যাবে তাদের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। অনুষ্ঠানিকভাবে এ ইউনিটটি বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।এই ইউনিটের সকল চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সঙ্গরোধে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে মমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার জানান, উদ্ভূত পরিস্থিতিতে আমরা আগামীকাল (শনিবার) বৈঠকে বসবো। ইউনিটটি কিভাবে চালু রাখা যায় তা বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে।
Posted ৫:০৯ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি