| রবিবার, ০১ মার্চ ২০২০
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদী থেকে মোস্তফা (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউপির আমঘাটা সীমান্ত এলাকায় মহানন্দা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোস্তফা উপজেলার শালবাহান এলাকার মফিজল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, দুপুরে নদীর কিনারায় লাশটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে স্থানীয়রা স্থানীয় বিজিবি ও পুলিশকে খবর দিলে পুলিশ লাশের প্রাথমিক সূরতহাল শেষে মডেল থানা নিয়ে আসা হয়।
বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার আবুল কালাম বলেন আমরা সকালে সীমান্তে টহল দেওয়ার সময় নদীর কিনারায় একটি লাশ দেখতে পাই। পরে পুলিশকে অবহিত করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহতের ছোটভাই ওলিয়র রহমান বলেন গত মঙ্গলবার রাত থেকে ভাইয়ের কোন খোঁজ পাচ্ছিলাম না। পরে অনেক জায়গায় খোঁজ করেও কোন খবর না পেয়ে শুক্রবার থানায় জিডি করি।
ধারনা করা হচ্ছে গরু চোরা কারবারীদের সাথে ভারতে গরু আনতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তারা খেয়ে নদীতে পরে তার মৃত্যু হতে পারে। তবে সুরতহাল রিপোর্টে গুলি বা জখমের কোন চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
মোস্তফা কিভাবে মারা গেছেন বিষয়টির সম্পর্কে মডেল থানার ওসি জহুরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, লাশ ময়না তদন্ত ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য রবিবার সকালে জেলা আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে জানান তিনি।
Posted ১:১৫ অপরাহ্ণ | রবিবার, ০১ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি