তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | রবিবার, ২৭ জুন ২০২১
মাদক সেবনের দায়ে যুবককে কারাদন্ডের দন্ডাদেশ প্রদান করছেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা
তেঁতুলিয়ায় মাদক সেবনের দায়ে শাহিনুর রহমান (৩০) নামের এক যুবককে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে বাংলাবান্ধা-তেঁতুলিয়া হাইওয়ে সড়কের রনচন্ডি ব্রীজ সংলগ্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে মাদক সেবনের সময় হাতে নাতে আটকের পর ১ বছরের কারাদন্ড ও ৫০ টাকা দন্ডাদেশ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাগ চন্দ্র সাহা।
দন্ডপ্রাপ্ত শাহিনুর উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের চতুরাগছ গ্রামের আব্দুল জলিলের পুত্র।
এ সময় মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছায়েম মিয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
Posted ১২:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৭ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি