পঞ্চগড় প্রতিনিধি | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
পঞ্চগড়ে মাদরাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে জেলহাজতে ঠাই হলো ইয়াছিন আরাফাত (৩৩) নামের শিক্ষকের।সোমবার দুপুরে পঞ্চগড় চিফ জুডিশিয়াল আদালতের বিচারক হুমায়ুন কবীর সরকার তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। অভিযুক্ত শিক্ষক নীলফামারীর জেলার গোরগ্রামের মাঝাপাড়া এলাকার। তিনি পঞ্চগড় সদর উপজেলার একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষক।
গত ২০ মার্চ রবিবার গভীর রাতে ওই শিক্ষকের নামে জেলার সদর থানায় ছাত্রের বাবা বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অপরাধে সদর থানায় মামলা দায়ের করেন। এর আগে পরিবারের অভিযোগে ইয়াছিন আরাফাতকে আটক করা হয়।
মামলা অভিযোগে জানা গেছে,সদর উপজেলার ডুডুমারি এলাকার হাফেজিয়া মাদরাসায় পড়াশুনা করছিল ১২ বছর বয়সী শিক্ষার্থী। গত ১১ মার্চ রাতে মাদরাসার সব ছাত্র যখন ঘুমিয়ে পড়েছিল, এ সময় শিক্ষক ইয়াছিন পা টিপে দেওয়ার কথা বলে ওই ছাত্রকে শিক্ষকের কক্ষে নিয়ে যায়। এরপর রাত আনুমানিক চারটার দিকে ছাত্রকে বলাৎকার করে। পরদিন ওই ছাত্র বাড়িতে চলে যায়। বাড়িতে পাঁচ দিন থাকার পর গত ১৯ মার্চ ছাত্রের বাবা আব্দুল লতিফ মাদরাসা যাওয়ার কথা বলে কিন্তু ছাত্র তার বাবাকে সাফ জানিয়ে দেয় ওই মাদরাসা আর পড়তে যাবে না। সেই সঙ্গে ছাত্র তারা বাবাকে বলে সে শিক্ষককে দিয়ে বলাৎকার হয়েছে। এরপর আব্দুল লতিফ ওই মাদরাসার সভাপতিসহ সকল শিক্ষককে জানায়। বিচার না পেয়ে সেই অভিভাবক পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিয়া জানিয়েছেন,এই ঘটনায় অভিযুক্ত মাদরাসার শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওই মাদরাসার শিক্ষকের ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
Posted ৩:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি