| মঙ্গলবার, ০৫ মে ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ
শার্শার উদ্ভাবক মিজানুর রহমান মিজান। সৃষ্টিতে যার আনন্দ। তেমনি ব্যাকুল তার হৃদয় মানব ও পশু প্রেমে। স্রষ্টার সৃষ্টির প্রতি তার ভালবাসা অপরিসীম। তাই করোনার এই দূর্যোগে স্রষ্টার এই সৃষ্টির বিপর্যয়ে তিনি ঘরবন্দী হয়ে বসে থাকতে পারেননি। মানবতার টানে অব্যাহত ভাবে করে যাচ্ছেন খাবার বিতরণ কর্মসূচি। বঞ্চিত ছিন্নমূল ও পাগল গোত্রের মানুষের হৃদয়ের হাহাকার থেকে তাদের মাঝে করে যাচ্ছেন রান্না করা খাবার বিতরণ। কারণ এ শ্রেণির মানুষগুলো রান্না করে খেতে পারে না। তাদেরও ক্ষুধা আছে। তাই বিভিন্ন হোটেল কিংবা দোকানপাট থেকে চেয়ে চিন্তে খায় তারা। কিন্তু লকডাউনের ফাঁদে খাবার দোকান বন্ধ থাকায় সেই ফুলসুরতও নেই। তাই তিনি এমন উদ্যোগ নিয়েছেন বলে জানান মিজান।
প্রতিদিন মিজান কোথাও না কোথাও খাবার বিতরণ করেই যাচ্ছেন। এমন দূরদিনে আজ তিনি ডিহি ইউনিয়নের চেয়ারম্যান হোসেন আলী ও তরুণ সমাজ সেবক আসাদুজ্জামান সাঈদকে সঙ্গে নিয়ে শার্শা উপজেলার সুবর্ণ খালি, নিজামপুর, গোঁড়পাড়া, শাড়াতলা ও পাকশিয়া বাজারে এ খাদ্য ধারা চালিয়ে যান।
Posted ৪:৫২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি