| মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
প্রথম দৃষ্টি ডেস্ক
বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ মানুষ জিন্নাত আলী (২৫)। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জিন্নাতের মৃত্যুর নেপথ্যে জানা গেছে, তিনি দীর্ঘদিন ব্রেইন টিউমার নিয়ে চমেক হাসপাতালে নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এস এম নোমান খালেদ চৌধুরী তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কদিন আগে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থাতেই তিনি মৃত্যুবরণ করেন।
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ার বড়বিল গ্রামের কৃষক আমীর হামজার ছেলে জিন্নাত আলীর উচ্চতা ছিল ৮ ফুট ২ ইঞ্চি। তিনিই দেশের সবচেয়ে লম্বা মানুষ ছিলেন।
জিন্নাত আলীর শারীরিক গঠন তার অন্য এক ভাই ও বোনের মতোই স্বাভাবিক ছিল। ১১ বছর বয়স থেকে তার দ্রুত উচ্চতা বৃদ্ধি পেতে থাকে। প্রতিবছর ২ থেকে ৩ ইঞ্চি করে তার উচ্চতা বাড়ত বাড়তে তা ৮ ফুট ২ ইঞ্চিতে এসে থামে। এ উচ্চতা নিয়ে জিন্নাত ও তার পরিবার বিড়ম্বনায় ভুগতেন।
Posted ৬:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি