তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শনিবার, ১০ জুলাই ২০২১
করোনা পরিস্থিতিতে মাস্কের ব্যবহার ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষে সচেতনতামূলক র্যালী করেছে পঞ্চগড়ের তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শনিবার বেলা ১১টায় অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়ার নেতৃত্বে মডেল থানা থেকে মোটরসাইকেল বহর নিয়ে র্যালিটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে।
পরে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেতুলতলায় আলোচনার শেষাংশে সাংবাদিকদের সাথে কথা বলেন ওসি আবু ছায়েম মিয়া ও ওসি (তদন্ত) বেনজির আহম্মেদ। এসময় মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
করোনার মহামারী প্রতিরোধে মডেল থানা পুলিশ ফ্রন্টলাইনার যোদ্ধা হিসেবে প্রশাসনের সাথে গুরুত্ব দায়িত্ব পালন করছে। কঠোর লকডাউন বাস্তবায়নে সার্বক্ষনিক দায়িত্ব পালন, জনসচেতনতা ক্যাম্পেইন, মাস্ক বিতরণসহ অকারণে যাতে কেউ হয়রানী না হন, সে বিষয়গুলোতে পুলিশের কঠোর নজরদারি ও দায়িত্ব পালনে প্রশংসা কুড়িয়েছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ১০ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি