তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন পঞ্চগড়ের তেঁতুলিয়ার আজিজনগরের মোজাহিদুল ইসলাম খান মিলন। এ খবরে তার এলাকার ভক্ত ও শুভাকাংখিদের মধ্যে বইছে আনন্দ। মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ায় মিলনকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন এলাকার ভক্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আজিজনগরে তাকে ফুলেল শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন, জেলা কৃষকলীগের সভাপতি তাজিরুল ইসলাম তাজু, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জুলফিকার আলী জুয়েল, সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব আলী মিয়াসহ অনেকে।
এ সময় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে থাকতে হলে তাকে অবশ্যই আওয়ামীলীগের কর্মী হতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে পৌছে দিতে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান ও তাঁর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নীতি আদর্শ নিয়ে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।
মোজাহিদুল ইসলাম খান মিলন আওয়ামীলীগে যোগদানের পর বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা যায়। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রজন্মের কাছে পৌছে দিতে নিরলসভাবে কাজ করে যাবেন বলে জানিয়েছেন মিলন।
Posted ৪:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি