| মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
পঞ্চগড় প্রতিনিধিঃ মুক্তি যুদ্ধ মঞ্চের বোদা উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ পঞ্চগড় জেলা শাখা৷
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি সামস্ আরেফিন বাপ্পী ও সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন শুভ সাক্ষরিত একটি চিঠিতে মাসুদ রানাকে সভাপতি ও মাহামুজ আলমকে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য বোদা উপজেলার আংশিক কমিটি অনুমোদন দেয় হয় । পরে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন সংলগ্ন সংগঠনটি অস্থায়ী কার্যালয়ে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে হাতে কমিটির তালিকা তুলে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সভাপতি সামস্ আরেফিন বাপ্পি,মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার হোসেন শুভ,বোদা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি মাসুদ রানা,সাধারণ সম্পাদক মাহফুজ আলমসহ জেলা ও উপজেলা শাখার নেতাকর্মীরা।
Posted ৫:০১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি