| শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
মৃত্যু- প্রেমের অনবদ্য অর্ঘ্য
মোঃ আরশেদ আলী
মৃত্যুকে ভালোবাসার পথে হেঁটে হেঁটে
মুক্তির আলোকিত ঠিকানা খোঁজো-
ঠিকই তুমি পেয়ে যাবে বাঁচার অনন্ত পথ,
মরণের তোরণ দিয়ে প্রবেশ করবে তুমি
শাশ্বত সুরম্য নিবাসে-
যেখানে নেই ভয়ঙ্কর খান্নাসের খাণ্ডব খাবোল,
আঁধারে লুকানো গোপন আঁধার পেয়ে যাবে সেখানে,
ঝরবে এখানে সোনার আলো,
সমস্ত সৌন্দর্য-সুধা মেটাবে তোমার বেঁচে থাকার
পেটোয়া পুষ্টির অবারিত বিশুদ্ধ আধার –
নিজেকে শূন্য করে খোঁজো সেই মোহিত মন্ত্র,
দেখবে মৃত্যু-প্রেম কাছে টানবে তোমায়,
বেঁচে থাকার অন্তর্বাহী প্রদীপ হাতে।
নিজেকে উপড়ে ফেলে আগলে রাখো সেই প্রেম,
জীবনের দীঘল মাঠের আগাছা যতো-
সমূলে উৎপাটন করে সোনালী ফসল ঘরে তোলো,
মহীয়সী মরণ তোমাকে বরণ করবে প্রেমের অনবদ্য অর্ঘ্য হাতে।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি