পঞ্চগড় প্রতিনিধি | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় বিশনি বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেলে আটোয়ারী উপজেলার সোনাপাতিলা বিজিবি ক্যাম্প সংলগ্ন সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নের সোনাপাতিলার বোদাপাড়া এলাকার খতিবুল হোসেনের মা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে বাড়ি থেকে বের হয়ে সড়ক পাড় হবার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে। ধাক্কা লাগার সাথে সাথেই ওই বৃদ্ধি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:১৫ অপরাহ্ণ | সোমবার, ২৫ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি