| বুধবার, ২৬ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের সদর উপজেলায় টুনিরহাট ইউনিয়নের ঘটবর এলাকায় আনিসুর রহমান নামে এক দিনমজুরের মেয়ের উপবৃত্তির টাকায় কেনা চুরি হয়ে যাওয়া ৪টি গরুর মধ্যে ৩ টি গরু উদ্ধার করে পুলিশ।
আজ বুধবার (২৫ আগস্ট) বিকেলে৷ জেলার লার সদর উপজেলাধীন অমরখানাখানা ইউনিয়নের চেকরমারি এলাকায় একটি বাগানে বাধা অবস্থায় ৩ টি গরু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১৮ আগস্ট গভীর রাতে সদর উপজেলার টুনিরহাট ইউনিয়নের ঘটবর এলকার আনিসুর রহমানের বাড়ি থেকে ওই ৪টি গরু চুরি হয়। পরে গরুর মালিক আনিসুর রহমান সদর থানায় অজ্ঞাত কয়েকজনের নামে একটি চুরির মামলা দায়ের করলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অমরখানা চেকরমারি এলাকায় অমরখানা সেতু সংলগ্ন একটি বাগানে বাধা অবস্থায় ৩টি গরু উদ্ধার করে থানায় নিয়ে যায়৷
এদিকে গরুর মালিক আনিসুর রহমান জানান, আমার ৪ মেয়ে,তারা বিশ্ববিদ্যালয় ও কলেজ ও স্থানীয় বিদ্যালয়ে লেখাপড়া করে। আমার ৪ মেয়েরা তাদের জমানো ও উপবৃত্তির টাকা যা পেয়েছিলো তা দিয়ে আমাকে তারা ৪টি গরু কিনে দেয় এবং আমি তাদের লেখাপড়ার খরচ চালানোর জন্য আমি ৪টি গরু লালন পালন করি যেন তাদের বিপদে বিক্রি করে কাজে লাগাতে পারি কিন্তু গত ১৮ আগস্ট রাতে আমরা রাতের খাওয়ার পর ঘুমিয়ে পড়লে রাতে আমরার ৪টি ঘর থেকে চুরি হয়ে যায় । আজ বুধবার বিকালে পুলিশ ৪টি গরুর মধ্যে ৩টি উদ্ধার করেছে। গরুগুলো ফিরে পেয়ে আমার ৪ মেয়ের লেখাপড়া ও তাদের খরচ জোগার করতে আর কষ্ট হবে না আমার। আমি পুলিশ প্রশাসনকে ধন্যবাদা জানাই।
এদিকে পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক দ্বীন মোহাম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার বিকেলে জেলার সদর উপজেলার অমরখানা সেতুর পাশে বাধার অবস্থায় ৩টি গরু উদ্ধার করা হয়েছে এবং বাকী আরেকটি গরু ও চোরদের আটকের চেষ্টা অবয়াহত রয়েছে।
Posted ৫:২২ অপরাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি