| সোমবার, ১৫ জুন ২০২০
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের তিনটি এলাকা ও ভালুকা উপজেলার একটি ইউনিয়নসহ চারটি এলাকা রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
এলাকাগুলো হলো— ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালসহ নগরের চরপাড়া, কাঁচিঝুলি ও আকুয়া এলাকা এবং ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন।
রোববার (১৪ জুন) ডিজিটাল মাধ্যমে কোভিড-১৯ সংক্রান্ত একটি সভা শেষে রেড জোন চিহ্নিত এলাকার তালিকা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এসময় অংশ নেন পুলিশ সুপার আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম।
সভায় ময়মনসিংহ সিটিসহ সদর ও ভালুকা উপজেলার করোনা পরিস্থিতি ব্যবস্থাপনায় বিশেষ কার্যক্রম গ্রহণের বিষয়ে একমত পোষণ করা হয়।
জেলা প্রশাসক জানান, এসব এলাকায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ, লাল পতাকা উত্তোলন, মানুষের চলাচল ও দোকানপাট সীমিত পরিসরে খোলা রাখার জন্য কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ সিটি করপোরেশনের সহোযোগিতা কামনা করা হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নিয়মিত মাইকিংয়ের কার্যক্রম বিস্তৃত করবে জেলা প্রশাসন।
সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানান, ময়মনসিংহে এ পর্যন্ত ৮২৯ জনের দেহে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪০৪ জনই সদরের। সিটি এলাকায় ৩৯০ রোগী রয়েছে, যাদের বেশিরভাগই চরপাড়া ও মেডিক্যাল কলেজ এলাকা, আকুয়া ও কাঁচিঝুলি এলাকার বাসিন্দা। এছাড়া ভালুকা উপজেলার মোট ১৫৩ জন কোভিড-১৯ রোগীর মধ্যে ৮৪ জনই হবিরবাড়ী ইউনিয়নের।
Posted ৮:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি