| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের তারাকান্দায় খাদ্য বান্ধব কর্মসূচি (১০টাকা) কেজি দামের ৮শ কেজি চাল জব্দ করেছে পুলিশ।
দুপুরে উপজেলার গালাগাও ইউনিয়নের কাচারী বাজারে স্থানীয় এমদাদের দোকান থেকে খাদ্য
বান্ধব কর্মসূচি (১০টাকা) কেজি এ চাল জব্দ করা হয়।
চালগুলো ইউনিয়নের খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রহমানের কাছ থেকে নেয় এমদাদ।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে মজুদ করা চাল গুলো জব্দ করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি