| বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলায় এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হল।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নগরের এস.কে হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার ভোর থেকেই তার শ্বাসকষ্ট শুরু হয়। আইসিইউ’র চিকিৎসক তাকে অক্সিজেনও দেয়। এতেও তার শ্বাসকষ্ট না কমলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে বিকেলে তিনি মারা যান। করোনা পজিটিভ নিয়ে যখন আইসোলেশনে আসেন এর আগে থেকেই আব্দুল কাদেরের শ্বাসকষ্ট ছিল। ভিটামিনেরও তীব্র অভাবসহ ডায়াবেটিসেও আক্রান্ত ছিলেন। মুখে ঘা ছিল। তিনি ধুমপানও করতেন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এ বি এম মশিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি