| শনিবার, ০২ মে ২০২০
ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের পাটগুদাম ব্রীজ এলাকায় ট্রাক-পিকআপ, অটো-সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে দুই এএসআই ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ। বরখাস্তকৃতরা হলো, কোতোয়ালী মডেল থানার এএসআই রেজাউল করিম ও শাহ কামাল, কনস্টেবল কাউসার ও উজ্জ্বল।
পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজজ্জামান জানান, কোতোয়ালী মডেল থানার ২ এএসআই ও ২ কনস্টেবল দায়িত্ব পালন কালে বা অন্য সময়ে নগরীর পাটগুদাম ব্রীজ এলাকায় ট্রাক-পিকআপ, অটো-সিএনজিসহ বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগ ছিল।
পরে তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়। পরে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
অপরদিকে পুলিশের নাম ভাঙ্গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাক-পিকআপ, অটো-সিএনজিসহ বিভিন্ন পরিবহন থেকে চাঁদা আদায় করায় ৬ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
ডিবি’র অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, লক ডাউনের কারনে গণপরিবহন বন্ধ থাকায় ঢাকাগামী গার্মেন্টসকর্মী এবং অন্যান্যদের ট্রাক, পিকআপ, সিএনজি অটোসহ বিভিন্ন পরিবহনে ঢাকায় প্রেরণের আশ্বাস দিয়ে পুলিশের নামে টাকা হাতিয়ে আসছিল। এমন খবরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের দিঘারকান্দা বাইপাস মোড় থেকে চাঁদা আদায়কালে হাতেনাতে ৬ চাঁদাবাজকে আটক করে ডিবি পুলিশ।
আটকৃতরা হলো- দিঘারকান্দা এলাকার মানিক মিয়া (৩৫), আঃ মান্নান (২০), নাহিদ মিয়া (২০),ইউনুস আলী (৪৫), ভাটি বারেরা এলাকার মোঃ বাবু (৩০), শফিকুল ইসলাম রাজা (২৫)।
Posted ১২:৫৭ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি