| শুক্রবার, ০৬ মার্চ ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ , বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্ত থেকে ১৫ কেজি গাঁজাসহ হাফিজুর রহমান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) সকালে শার্শা সীমান্তের শুড়া পালপাড়া গ্রাম থেকে তাকে আটক করে গোঁড়পাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা।
আটক হাফিজুর রহমান যশোর কোতোয়ালী থানাধীন চাঁচড়া হঠাৎ পাড়া এলাকার মৃত আব্দুস ছাত্তারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একজন মাদক ব্যবসায়ী ভারত থেকে গাঁজার একটি চালান এনে সীমান্তবর্তী শুড়া পালপাড়া গ্রামে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গোঁড়পাড়া পুলিশ ফাঁড়ির এএসআই জমির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে ১৫ কেজি গাঁজাসহ হাফিজুরকে আটক করা হয়।
এ ব্যাপারে গোঁড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মাসুদ রানা জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
Posted ১০:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি