কামাল উদ্দিন টগর, নওগাঁ : | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
নওগাঁ সদর উপজেলার কোলা রক্তদান সংস্থা “এসো করি রক্ত দান হাসবে রুগী বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এক দল যুবক মানুষের জীবন বাঁচাতে রক্ত জোগাড় করে দেওয়ায় তাদের নেশা হয়ে দাঁড়িয়েছে। এলাকার উদ্যমী তরুণদের নিয়ে গড়ে উঠেছে ‘‘কোলা রক্তদান সংস্থা’’।
গত আড়াই বছরে ৫শ’র বেশী রোগীর জন্য রক্ত সংগ্রহ করে দিয়েছে নওগাঁর এই স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তের প্রয়োজনে অনলাইনে অথবা অফলাইনে ০১৩১২৮৪১২০০ ও ০১৩০২৫৫৪২৮৭ এই দুই মোবাইল নাম্বারে যোগাযোগ করলে রক্ত করে দেওয়া হয়।এই সংগঠনে এখন স্বেচ্ছাসেবী রয়েছেন শতাধিক। তাঁরা শুধু নিজেরাই নিয়মিত রক্ত দেন না, অন্যদের রক্তদানে উৎসাহিত করেন। প্রয়োজনের সময় নানাভাবে চেষ্টা করে রক্তের ব্যবস্থা করে দেন। এভাবে মানুষের জীবন বাঁচাতে রাতদিন কাজ করে যাচ্ছেন এই রক্তযোদ্ধারা।ক্ত
কোলা রক্তদান সংস্থার পরিচালক শাহিদ হোসাইন নিয়ল বলেন, কোলা রক্তদান সংস্থা প্রতিষ্ঠাতা মো. নাছি বুল হাসানের হাত ধরে ‘আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করি। ঈদের ছুটিতে মানুষজন স্বজনদের সঙ্গে সময় কাটান। অনেকে হাসপাতালে অসুস্থ স্বজনকে রেখে বাড়িতে ঈদ করতে চলে যান। আমরা এমন রোগীর পাশে দাঁড়াই। রক্তের ব্যবস্থা করে দিয়ে তাঁর সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করি। অনেক সময় গভীর রাতে অনেকে রক্তের জন্য ফোন করেন। তখন রক্তদাতা সংগ্রহ করে দিতে হয়। রক্ত পাওয়ার পর রোগীকে যখন সুস্থ হতে দেখি, তখন সব কষ্ট ভুলে যাই।
Posted ১০:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি