| সোমবার, ১১ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধি:
রাংগুনিয়া যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখা ব্যাক্তিগত উদ্যোগে ১০মে রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগ এর দলীয় কার্যালয়ে অসহায়, দরিদ্র ও কর্মহীন ১০০ এর বেশী পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম, রাংগুনিয়ায় গঠিত ত্রান সমন্বয়ক কামাল উদ্দীন চৌধুরী,উপজেলা আওয়ামী লীগ এর দপ্তর সম্পাদক আবু তাহের,মহিলা আওয়ামী লীগ’র সভাপতি পলাশী মুৎসুদ্দী,রাংগুনিয়া উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, রাংগুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেলাল তালুকদার ও উপজেলা বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক এডভোকেট রাহিলা চৌধুরী রেখা’র সাথে কথা বললে তিনি জানান, মাননীয় তথ্যমন্ত্রী ড.হাসান মাহমুদ এমপি মহোদয়ের নির্দেশনায় করোনা ভাইরাস সংক্রমণের কারণে কর্মহীন,অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করতে আসছি।
এছাড়া বিত্তবানদের সামর্থ্য অনুযায়ী অসহায়, দরিদ্রও কর্মহীন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
Posted ৩:১৪ অপরাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি