| রবিবার, ০৩ মে ২০২০
রাংগুনিয়া( চট্টগ্রাম) সংবাদদাতাঃ
রাংগুনিয়ার অন্তর্ভুক্ত ১০নং পদুয়া ইউনিয়নের ১নং নারিশ্চা ওয়ার্ডে (সাপলেজা পাড়া)গ্রামে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধের সহায়তা স্বরুপ দুস্থ,অসহায়দেরও কর্মহীন লোকের বাড়ি গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পৌঁছায় দেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃআরিফুল ইসলাম।
এ বিষয়ে মোঃআরিফুল ইসলাম এর সাথে কথা বলে জানা যায়,আমার চাচা প্রবাসি হোসেন আহমেদের আর্থিক সহায়তায়, মরহুম হাজী ছমি উদ্দিনের পরিবারের পক্ষে হতে করোনা বর্তমান দেশের চলমান সংকট ভাইরাস সংক্রমণের কারণে পরিবারের মাঝে কর্মহীন দুস্থও অসহায় ৬০ পরিবারের বাড়ি বাড়ি গিয়ে ১০ কেজি করে চাউল,১কেজি তেল ও ১কেজি লবন বিতরণ করি।
বর্তমান চলমান সংকটে আমাদের পারিবারিক সহায়তায় অব্যহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা তকিব উদ্দিন, আরসাদ ইসলাম,রায়হান উদ্দিন,মুক্তার হোসেন,তৌহিদুল ইসলাম প্রমুখ।
Posted ১০:২৯ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি