| রবিবার, ১৯ এপ্রিল ২০২০
করোনা মোকাবেলায় রাঙামাটি জেলায় একমাত্র গণপরিবহন অটোরিক্সা (সিএনজি) ১৪শ’ চালকদের মাঝে রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে রাঙামাটি বেতার কেন্দ্র এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করে চালকদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান ও রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতি সাধারণ সম্পাদক মোঃ শহীদুজ্জামান মহসিন রোমান ও সভাপতি পরেশ মজুমদারসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেন, পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের কল্যাণে আওয়ামী লীগ সরকার অতিতে যেভাবে কাজ করে গেছে সে ভাবেই সকলের কল্যাণে কাজ করে যাবে। বর্তমানে করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমরা সবাই সাধারন মানুষের পাশে থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। যাতে করে এই দূর্যোগ মোকাবেলা করতে পারি। বর্তমান করোনা সংকট মোকাবেলায় এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। রাঙামাটি জেলা অটোরিক্সা চালক কল্যাণ সমিতির প্রতি জন সদস্যকে ২৫ কেজি করে মোট ১৪শ’ জন চালকের মাঝে রাঙামাটি জেলা প্রশাসনের আড়াই মেট্রিক টন খাদ্যশস্য ও মোট ৩৩ মেট্টিক টনের অধিক চাল বিতরণ করা হয়
Posted ২:৪৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি