| সোমবার, ১৩ এপ্রিল ২০২০
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধি;
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে মানবেতর জীবন পার করা অসহায়দের জন্য
রাঙামাটিতে শ্রমজীবি ১৫০ পরিবারকে ফ্রি সবজি বাজার দিলেন বনরুপা এলাকার বাসিন্দা ও কাঠ ব্যবসায়ী তাজুল ইসলাম।
শনিবার (১১ এপ্রিল ২০) সকাল ১০টায় নিজের ব্যাক্তিগত উদ্যোগে ও নিজ অর্থায়নে বনরুপা বাজার সংলগ্ন চৌমুহনীতে বনরুপা, ফরেষ্ট কলোনীসহ বিভিন্ন এলাকার শ্রমজীবি মানুষের মাঝে এ সবজি বিতরণ করেন।
এসময় ব্যবসায়ী তাজুল ইসলামের পুত্র রবিউল ইসলাম সবজি বিতরণে অংশ নেয়।
তাজুল ইসলাম জানান, “সারাদেশের মতো রাঙামাটিতেও নিম্ন আয়ের মানুষেরা করোনার কারণে বিপাকে পড়েছেন। সাধারণ ছুটির কারণে কর্মহীন হয়ে পড়েছেন তারা। নুন আনতে পান্তা ফুরায় অবস্থা এসব মানুষদের। তাই এমন দুর্যোগময় মুহূর্তে তাদের পাশে দাঁড়ানোর জন্যই বিনামূল্যে সবজির দোকান বিতরণ করছি। সামান্য এই অবদান রাখতে পেরে নিজের কাছে ভালো লাগছে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
Posted ৩:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি