| বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির রাজস্থলী উপজেলায় করোনা সন্দেহে তিনজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বুধবার (০৬) রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৬মে) বিকেলে তিন জন ব্যক্তি জ্বর, কাশি নিয়ে উপজেলা হাসপাতালে আসলে তাদের করোনা রোগী সন্দেহে তাদের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়।
আইসোলেশনে রাখা সকলে ঢাকা নারায়নগঞ্জের সিদ্ধিরগন্জে একটি প্যাকেটিং গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।
তাদের থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদার হাট পাঠানো হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মফজল আহম্মদ খান বলেন, আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত সৈয়দ ওমর রোগীদের সার্বক্ষনিক পর্যবেক্ষনের দায়িত্ব পালন করছেন।
Posted ১১:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি