| রবিবার, ১৯ এপ্রিল ২০২০
মহুয়া জান্নাত মনি, রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটির লংগদু উপজেলায় করোনা ভাইরাসের থাবায় কর্মহীন হয়ে পড়া শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করেছে উপজেলা ছাত্রলীগ। বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বারেক সরকার।
রবিবার (১৯ এপ্রিল ২০) সকাল ১০টায় জেলা ছাত্রলীগের নির্দেশনায় লংগদু উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মাইনিমুখ বাজার, ঢাকাইয়াটিলা, ফিসারিটিলা, মন্দিরটিলা, জালিয়াপাড়া, মুসলিম ব্লক, বাইট্টাপাড়াসহ বিভিন্ন এলাকায় শ্রমজীবি মানুষের মাঝে বিনামূল্যে এ ২হাজার কেজি সবজি বিতরণ করা হয়। লংগদু উপজেলায় আজ ১৯ই এপ্রিল রবিবার সকাল ১০টায় ছাত্রলীগের ব্যক্তিগত অর্থায়নে ২,০০০ কেজি সবজি বিনামূল্যে বিতরণ করা হয়।
এসময় বিনামূল্যে সবজি বিতরণ কার্যক্রমে লংগদু উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, উপজেলা পরিষদের চেয়্যারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব আব্দুল বারেক সরকার, রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নেছার উদ্দীন হৃদয়, লংগদু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু ও যুুগ্ম-সম্পাদক বাবলা দাশসহ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Posted ২:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি