| শনিবার, ০৯ মে ২০২০
মহুয়া জান্নাত মনি, প্রতিনিধি রাঙামাটি
রাঙামাটি শহরে আগুনে ১৪টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার সকালে রিজার্ভমুখ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে রিজার্ভমুখ এলাকায় বাড়ির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত ঘটে। এরপর আগুন চারদিক ছড়িয়ে পড়লে ১৪টি কাচা-আধাপাকা বসতঘর ছাই হয়ে যায়। ফায়ার সার্ভিস, পুলিশ স্থানীয়রা মিলে কয়েকঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় ২০লাখ টাকার মতো ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবি করেন।
রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার উদয়ন চাকমা বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরন থেকে আগুনের সূত্র ঘটে। তবে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।
এদিকে আগুনের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে ছুটে আসেন, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। তিনি এসময় ক্ষতিগ্রস্থদের আশ্বস্থ করেন।
Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি