| মঙ্গলবার, ১৯ মে ২০২০
চট্টগ্রাম(উত্তর)প্রতিনিধিঃ
রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে ঈদ উপহার বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃআরিফুল ইসলাম। করোনা পরস্থিতিতে ছাত্রলীগের উদ্যোগে ধারাবাহিক কর্মসুচীর ১৩তম এটি।
সোমবার বিকাল-৩টায় রাঙ্গুনিয়া পদুয়া ইউনিয়নে করোনা পরিস্থিতি মোকাবেলায় সহায়তা ও ঈদুল ফিতরকে সামনে রেখে দুস্থ,অসহায় ও কর্মহীন লোকদের মাঝে ঈদ উপহার হিসেবে ৫০ জন দরিদ্র মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ নেতা মোঃ আরিফুল ইসলাম।
এ বিষয়ে মোঃ আরিফুল ইসলাম এর সাথে কথা বললে তিনি জানান,আমার পারিবারিক আর্থিক সহায়তায় চলমান করোনা ভাইরাস সংকটে অসহায়,হতদরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে এই কঠিনতম পরিস্থিতিকে মোকাবেলার চেষ্টা করে যাচ্ছি।
বর্তমান চলমান সংকটে আমাদের পারিবারিক সহায়তায় অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এতে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওবাইদুল হক জাহেদ, আব্দুল আজিজ, তকিব উদ্দিন, আরসাদ ইসলাম,রায়হান উদ্দিন, মুক্তার হোসেন, তৌহিদুল ইসলাম প্রমুখ।
Posted ২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি