রাজশাহী ব্যুরো | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
রাজশাহীতে কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিনকে সংবর্ধনা দিচ্ছেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা
রাজশাহীতে বাংলাদেশ কৃষকলীগে কেন্দ্রীয় কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ায় আব্দুল লতিফ তারিন ও সদস্য পদে রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি রবিউল আলম বাবু নির্বাচিত হাওয়ায় গণ সংবর্ধনা দেয়া হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) বিকেলে জজকোর্ট স্টেশন চত্বরে এ গণ সংবর্ধনার আয়োজন করে রাজশাহী জেলা কৃষকলীগ।
অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ তাজবুল ইসলামসহ বিশিষ্টবর্গ।
এসময় গণ সংবর্ধনা অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন ও সদস্য রাজশাহী জেলা কৃষকলীগের সভাপতি রবিউল আলম বাবুকে বিশেষ সম্মানে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানানো হয়।
Posted ৪:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি