| শনিবার, ০২ নভেম্বর ২০১৯
রাজশাহী প্রতিনিধি : সারা দেশের ন্যায় রাজশাহীতে পালিত হয়েছে ৪৮তম জাতীয় সমবায় দিবস । এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যে নগরীর সিএন্ডবি মোড়ের শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়। র্যালীটির আয়োজন করে সমবায় বিভাগ রাজশাহী কার্যালয়। র্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
পরে শহীদ এএইচএম কামারুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. জাকীর হোসেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নিশারুল আরিফ, সমবায় বিভাগ রাজশাহী বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় যুগ্ম নিবন্ধক মো. গোলাম সারওয়ার, রাজশাহী জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।
এছাড়াও র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মহানগর ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা, সমবায় বিভাগ রাজশাহী কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা গন।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ০২ নভেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি