| শনিবার, ০৯ মে ২০২০
এনামুল হক সরকার রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে ব্যক্তিগত উদ্যোগে ইফতার পোঁছে দিয়েছে মসজিদে। হঠাৎ করে নামাজ শেষে ইফতার হাতে উৎপল দেখে আনন্দিত সকলে উৎপলের সুস্বাস্থ্যের জন্য দোয়া করেন।উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির বাঘের বাজার এলাকার সন্তান উৎপল চন্দ্র রায় করোনা ভাইরাস সংক্রমণের রোধে লকডাউনে থাকা মানুষের জন্য ব্যক্তিগত অর্থায়নে দুটি মসজিদে মুসল্লীর জন্য দেড় শতাধিক বিরিয়ানির প্যাকেট বিতরণ করেছে।এবিষয়ে উৎপলে বলেন,দেশের সরকার যখন রমজান ও ঈদ উপলক্ষে লকডাউনে শিথিল করার ৪ এপ্রিল মসজিদে মুসলিম ভাইদের হাতে ইফতার পোঁছে দিতে পেরে আমিও খুবই আনন্দিত।
Posted ২:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি