| সোমবার, ০২ মার্চ ২০২০
রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি:“ভোটার হয়ে ভোট দিব দেশ গড়ায় অংশ নিব” স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
সোমবার উপজেলা নির্বাচন অফিস এর আয়োজনে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয় ।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাচন কর্মকর্তা আঁখি সরকারের স্বাগত বক্তৃার পর ইউএনও মৌসুমী আফরিদা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আযম মুন্না। বিশেষ অতিথির বক্তৃতা রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইয়াসিন আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা,শেফালী বেগম ,প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার প্রমুখ।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ০২ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি