| মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগ সভাপতি আলমগীর সরকারের নেতৃত্বে এবং উপজেলা ও পৌর যুবলীগের উদ্দ্যোগে পৌরশহরের বিভিন্ন স্থানে ২০০০টি বিভিন্ন প্রজাতির ফলজ,বনজ ও ঔষুধী বৃক্ষের চারা রোপন এবং জনসাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পৌরশহরের পাঁচপীর কবরস্থানের সামনে পরিত্যক্ত স্থানে বৃক্ষ রোপনের উদ্বোধন করেন পৌর মেয়র আলমগীর সরকার।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশি বেশি করে গাছ রোপনের নির্দেশ বাস্তবায়ন এবং পৌরশহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে কবরস্থানের পরিত্যক্ত জায়গা জুড়ে বিভিন্ন প্রজাতির এসব গাছ রোপন করা হবে। এছাড়াও পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করা হবে বলে তিনি জানান।
তিনি আরোও বলেন, এই পাঁচপীর কবরস্থানের পূর্ব দিকের পরিত্যক্ত স্থানে পেয়ারা ফলের বাগান করা হবে। এ থেকে কিছু আয় আসতে পারে সেই আয় কবরস্থানের রক্ষানাবেক্ষণের কাজে লাগানো হবে।
এ সময় উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান,মোঃ আলিফ,খোকন আহমেদ,কৌশিক মন্ডলসহ পৌর যুবলীগ সভাপতি মো: আলি, সম্পাদক গপেশ বসাক, পৌরসভার প্রধান সহকারী মোঃ ডালিম, ছাত্রলীগ নেতা তারেক আজিজ এবং পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা যুবলীগ সুত্রে জানা যায়, পৌরশহর ও ইউনিয়নের বিভিন্ন পরিত্যক্ত স্থানে পর্যায়ক্রমে বৃক্ষ রোপন করা হবে।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি