| বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নে সাপের কামড়ে ফরিদা আক্তার (১২) নামে এক প্রাইমারী স্কুল ছাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় ব্যক্তিরা জানায়, বুধবার দিবাগত রাতে উপজেলার রাজোর মালধরিয়া পাড়ার রাজোর গ্রামের আঃ রহমানের মেয়ে ফরিদা (১২) নিজ বাড়ির একটি শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় রাতে ফরিদার চিৎকারে বাড়ির লোকজন ঘুম উঠে দেখে তাকে সাপে কামর দিয়েছে (কেটেছে)।একপর্যায়ে ব্যথা বাড়তে থাকলে পরিবারের লোকজন রাতেই মাইক্রোবাসযোগে দিনাজপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মারা যায় ফরিদা।
মৃত্যুর খবরটি মুঠোফোনে নিশ্চিত করেছেন ইউপি চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বর্মন।
রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দিনাজপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
Posted ২:৩৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি