| শনিবার, ০৪ এপ্রিল ২০২০
সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোঃতামিম হোসেন এর নিজ উদ্যোগে অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) সকালে পৌর শহরের ঈদগা পাড়া,কুলিক পাড়া এবং মুক্তা পাড়ায় অভাব অনটনে থাকা ৫০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন ছাত্রলীগের সাবেক এই নেতা।
খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিলো আটা,আলু, পিয়াজ ও সাবান।
খাদ্যসামগ্রী বিতরণের সময় তিনি বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়ে দিনমজুর শ্রেণির মানুষ। তাই আমি নিজ উদ্যোগে পৌর শহরের অসহায় ও কর্মহীন হয়ে পড়া ৫০টি পরিবারের মাঝে খাদ্যসমাগ্রী প্রদান করি । এ খাদ্য সহায়তার ধারা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Posted ৪:২৬ অপরাহ্ণ | শনিবার, ০৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি