| বুধবার, ২৬ আগস্ট ২০২০
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে দলিত ও আদিবাসী সদস্যদের মাঝে গৃহপালিত পশু গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরু পালনকারীদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে অর্থ প্রদান করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রেমদীপ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কাজী মো: সেরাজুস সালেকীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এবং আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মদন কুমার রায় (মোহন)।
এ সময় উপস্থিত ছিলেন ইএসডিও মাইক্রোফিনেন্স এর শাখা ব্যবস্থাপক মো: নুরে আলম,টেকনিক্যাল ম্যানেজার রওশন জামান, রানীশংকৈল উপজেলা ম্যানেজার মোঃ খায়রুল আলম প্রমুখ।
হেকস ইপারের সহযোগীতায় ইএসডিও প্রেমদীপ প্রকল্প এর আয়োজনে গরুর লাম্পি স্কিন রোগে আক্রান্ত মোট ৭১ জন গরু পালনকারী আদিবাসী ও দলিত সম্প্রদায়ের সদস্যদের মাঝে প্রত্যেককে এক হাজার টাকা করে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি