| রবিবার, ০৩ মে ২০২০
সবুজ ইসলাম,রানীশংকৈল প্রতিনিধি:
“শেখ হাসিনার বাংলাদেশ-ক্ষুধা হবে নিরুদ্দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে খোলাবাজারে বিশেষ (ওএমএস) ১০ টাকা কেজি মূল্যের চাল জন প্রতি ১০ কেজি বিক্রয় শুরু হয়েছে।
রবিবার সকালে ওএমএস ১০ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আফরিদা ও পৌর মেয়র আলমগীর সরকার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল হক খন্দকার, কৃষি সম্প্রসারণ অফিসার কমল কৃষ্ণ রায় প্রমুখ।
চাল বিক্রয়ের উদ্বোধনের সময় পৌরমেয়র আলমগীর সরকার বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ ক্রমে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, পরিবহন শ্রমিক, চায়ের দোকানদার, ভিক্ষুক, ভবঘুরে, শ্রমজীবি,মেহনতী মানুষের খাদ্য নিশ্চিত করনের জন্য এ চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে। তাই আপনারা সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল ক্রয় করবেন।
সপ্তাহে তিন দিন রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৫টা পর্যন্ত এ চাল বিক্রি করা হবে। করোনা ভাইরাস সংক্রামণ প্রতিরোধে চাল নেয়ার সময় প্রতিজন ক্রেতাকে ৩ ফুট দূরত্বে লাইনে দাঁড়িয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য পৌরশহরের ২ টি পয়েন্ট বন্দর বাজার এবং কলেজ বাজারে এই চাল বিক্রি করা শুরু হয়েছে।
Posted ৯:০৫ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি